• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

গুড়ের গুদামে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের হিলি বন্দরে ভারত থেকে আমদানিকৃত গুড়ের গুদামে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণের অভিযোগে একজন গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম অভিযানটি পরিচালনা করেন।

দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, আমরা মূলত হিলি বন্দরে পেঁয়াজের উপর অভিযানে এসেছি। গত ৭ ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে দেশে পেঁয়াজের বাজারে একটা অস্থিরতা বিরাজ করছে। সেদিন থেকে আমি জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছি। আজ হিলি বন্দরে পেঁয়াজ আমদানির বিষয় নিয়ে আমদানিকারকদের সাথে আলোচনা করেছি। পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত গুড়ের গুদামে অভিযান পরিচালনা করলাম।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণের অভিযোগে একজন গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –